রিয়াজ রহমান:
ভারতীয় জাতীয় দলের অন্যতম হার্ডহিটার
ব্যাটসম্যান তিনি । অসংখ্যবার দলের
ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন ক্রিকেট
মাঠে । কখনোবা ব্যাট হাতে কখনোবা বল
হাতে । মরনঘাতী ক্যান্সারের
কাছে না হরলেও হার
মানতে হচ্ছে বাস্তবতার কাছে ।
ফর্মহিনতায় ২০১১ বিশ্বকাপের
সেরা খেলোয়াড় দীর্ঘদীন আছেন দলের
বাইরে ।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে সুযোগ
না পেয়ে অনেকটা অভিমান করেই যুবরাজ
সিং বলেছিলেন, ‘হয়তো ভারতের হয়ে শেষ
ম্যাচটি খেলে ফেলেছি ।’ কিন্তু
এখনো জাতীয় দলে ফেরার
আশা ছেড়ে দেননি তিনি ।
পাশাপাশি যুবরাজ সিং প্রতিবাদও
জানিয়েছেন কিছু দিন আগে তার
নামে মিথ্যা সংবাদ মিডিয়ায় প্রচার
করা হয়েছিল । ক্রিকেট ছেড়ে দিচ্ছে এমন
কথা তিনি কখনোই বলেননি ।
যুবরাজ সিং বলেন, ‘আমার
কথা বিকৃতভাবে প্রচার
করা হয়েছে এবং বলা হয়েছে আমি খেলতে চ
না । জীবনে সব কিছুই সম্ভব
এবং আমি আবারও ভারতের হয়ে খেলার
অপেক্ষায় আছি ।’
যুবরাজের
দলে জায়গা পাওয়া না পাওয়াটা নির্ভর
করছে নির্বাচকদের ওপর । এ
নিয়ে ভাবতে চান না তিনি । তার
চেয়ে ঘরোয়া লিগে নিজের সামর্থ্য
দেখিয়ে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ
যুবি । তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার
বিষয়টি আমার হাতে নেই ।
সামনে আমি বেশ
কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট
পাচ্ছি এবং এগুলোতে আমি খেলার
অপেক্ষায় আছি ।
নির্বাচকরা যদি মনে করেন যে, আমার
মধ্যে দেওয়ার মতো এখনো কিছু আছে,
তবে তারা দলে রাখবেন । আমি কেবলমাত্র
ক্রিকেট খেলতে চাই ।’
এখন ভারতীয় দলে জায়গা পাওয়া অনেক
চ্যালেঞ্জিং । তারপরেও সামনের
বিশ্বকাপে দলে থাকার
ব্যাপারে আশাবাদী তিনি । যুবরাজ বলেন,
‘তরুণরা ভালো করছে ।
সেরা একাদশে জায়গা পাওয়াটা খুবই কঠিন
হবে । কিন্তু বিশ্বকাপ একাদশ হবে ১৬
সদস্যের বেশি । তাই দেখা যাক কী হয় ।’
২০১১ সালের বিশ্বকাপে চারটি হাফ
সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং ১৫ উইকেট
শিকার করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং ।
Comments
Post a Comment