ডেস্ক :
আজ
মঙ্গলগ্রহের
উদ্দেশে পাঠানো হচ্ছে বিশ্ববাসীর ৯০,০০০
শুভেচ্ছাবার্তা । এজন্য খরচ পড়ছে বার্তাপিছু
৫ থেকে ৯৯ ডলার। মেরিনার-৪ যানের মঙ্গল
অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ
উদ্যোগ।
১৯৬৪ সালের ২৮ নভেম্বর মঙ্গলগ্রহের
উদ্দেশে রওনা হয় নাসার মেরিনার-৪
মহাকাশযান। মূলত মঙ্গলের পাশ
দিয়ে উড়ে যাওয়াই ছিল তার লক্ষ্য। এই
মহাকাশযানের দৌলতেই লালগ্রহের প্রথম
ছবি চাক্ষুস করতে পারে পৃথিবীর
বিজ্ঞানীমহল। পাওয়া যায়, পড়শি গ্রহের ভূ-
প্রকৃতি ও পরিবেশের আভাস।
সেই অভিযানের
সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিনগ্রহে অভিনব
শুভেচ্ছাবার্তা পাঠানোর উদ্যোগ
নিয়েছে মার্কিন মহাকাশ অভিযান তহবিল
গঠনকারী সংস্থা 'উউইংগ্যু'। 'বিম মি টু
মার্স' উদ্যোগে পৃথিবীবাসীর নাম, বার্তা ও
ছবি ডিজিটাল রেডিও ওয়েভের
মাধ্যমে মঙ্গলগ্রহে পাঠানোর
ব্যবস্থা করেছে 'উউইংগ্যু'। অসাধারণ
অভিযানে সাড়া দিয়েছে কয়েক হাজার
মানুষ।
এদের মধ্যে বেশ কিছু সেলিব্রিটিও আছেন।
লালগ্রহে এমনই ছবি ও বার্তা পাঠাচ্ছেন
হলিউডি অভিনেতা সেথ গ্রিন এবং 'স্টার
ট্রেক' টেলি সিরিয়ালে মিস্টার সুলু-র
চরিত্রে রূপদানকারী অভিনেতা জর্জ
তাকেই। সংস্থার তরফে জানানো হয়েছে,
জিএমটি রাত ৮টায় মঙ্গলে সমস্ত
শুভেচ্ছাবার্তা পাঠানো হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন,
পৃথিবী থেকে মঙ্গলগ্রহে বার্তা পৌঁছতে সময়
লাগবে ১৫ মিনিট। মোট দু' দফায়
বার্তা পাঠানো হবে। বার্তা তো পৌঁছবে।
কিন্তু তা শুনবে কে?
'উউইংগ্যু'-র ওয়েবসাইট সূত্রে জানা গেছে,
আপাত প্রাণহীন লালগ্রহে বসে এই
বার্তা শুনতে পাবে না কেউ।
তবে পৃথিবী থেকে সমস্ত বার্তাই পরিষ্কার
শোনা যাবে বলে দাবি এ সংস্থার। বিশ্বের
মহাকাশযাত্রীদের মঙ্গলে পৌঁছতে এখনও
কয়েক বছর দেরি। তবে তার আগে এভাবেই
বসুন্ধরার কণ্ঠস্বর ছুঁতে চলেছে ভিনগ্রহের
আকাশ। ওয়েবসাইট।
Comments
Post a Comment