রূপচর্চায় লবণ!

লবণের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
সোডিয়াম এবং পটাশিয়াম ত্বকের
সুস্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর। শুষ্ক ও মলিন
ত্বক প্রাণবন্ত করে তুলতে লবণের জুরি নেই।
সামুদ্রিক লবণ দিয়ে নানাভাবেই
রূপচর্চা করার যায়।
ত্বকের প্রদাহ দূর করতে লবণ এবং মধুর মিশ্রণ
একটি কার্যকরি প্যাক। দুই টেবিল চামচ
লবণের সঙ্গে চার টেবিল চামচ মধু
মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে।
মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে ১৫
মিনিট অপেক্ষা করতে হবে।
কিছুটা শুকিয়ে এলে গরম
পানিতে একটি পাতলা কাপড় ভিজিয়ে মুখের
ওপর ৩০ সেকেন্ড
চেপে হালকাভাবে ঘষে বেশি করে পানি দিয়
ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের মৃত কোষ
উঠে আসবে এবং ত্বক পরিষ্কার হবে। মাথার
ত্বকের মৃত কোষ দূর করতেও লবণ ব্যবহার
করা যেতে পারে।
তাছাড়া চুলে জমে থাকা অতিরিক্ত তেলও
শুষে নিয়ে মাথার চামড়ায় ফাঙ্গাস
সংক্রমণের হাত থেকে বাঁচায় লবণ। মুখের
দুর্গন্ধ দূর করতে সাহায্য করে লবণ।
বেকিং সোডার সঙ্গে লবণের মিশ্রণ
দিয়ে কুলি করলে ভালো মাউথ ওয়াশ
হিসেবে কাজ করবে।

Comments