পুলিশকে কামড়ে দিল এক নারী

ঢাকা :
পুলিশেরএক নারী সদস্যকে কামড়ে দেয়ায় তানিয়া (২২) নামের এক নারী পথচারীকে এক  মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘটেরাজধানীর কারওয়ানবাজারে বুধবার বিকেল সোয়া চারটার দিকে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,পথচারী তানিয়া সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় পুলিশের নারী সদস্য মুক্তা তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মুক্তার হাতে কামড়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাকে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তানিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।যত্রতত্র রাস্তা পার ঠেকাতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল এবং আজ আইন অমান্য করার কারণে প্রায় পাঁচ শতাধিক পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Comments