ফুটবল মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খেলোয়াড় মামুন

 ফুটবল মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খেলোয়াড় মামুন

 
ব্যাপক উদ্দীপনা আর উৎসাহে কয়েকটি গ্রামবাসীর সম্মিলিত আয়োজনে প্রিতী ফুটবল ম্যাচে ফুটবলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক কৃতি ফুটবলার । নিজের দলকে জেতানোর আপ্রাণ চেষ্টায়  হেড দিয়ে বল ঘোরাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে পড়ে মামুন। কিছুক্ষন পরেই মাথায় রক্তক্ষরণ হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মামুন ।
উপজেলার শাগরইল ইউনিয়নে মামুনের এমন আকস্মিক মৃত্যুর পরেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই খেলার আনন্দ ছাপিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে দর্শকজনতা।
আজ রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার মির্জাপুর ফুটবল মাঠে এমন বিয়োগান্তক একটি ঘটনা স্তব্ধ করে দিয়েছে  প্রতিটি মানুষকেই। শুধু স্বজনেরাই নয় মামুনের এমন মৃত্যুতে ব্যাথিত অনাত্মীয়রাও ।
প্রত্যন্ত গ্রামের ঘটনা, খুব আলোড়ন তুলবেনা হয়ত ,হবেনা কোন জাতীয় শোক,  কৃতি খেলোয়াড় মামুনের এমন অকালে চলে যাওয়ায় জাতীয় পর্যায়ে কোন স্মরনসভাও হবার কথা নয় ।  তবুও ভালো ফুটবলার হিসেবে পরিচিত মামুনের শোকে  এলাকাবাসীর জোর দাবী  ‘ মামুনের স্মরনে শোক প্রকাশ করুক জাতীয় ফুটবল বোর্ড ।
এমন  দাবীর গুরুত্ব আছে কি নেই , যৌক্তিকতাই  বা  কতটুকু,  এসব প্রশ্ন বড় নয় এখন এলাকাবাসির কাছে, তাদের একটাই দাবী বেচে থাকলে যে মামুন গড়তে পারতো অপার সম্ভাবনা , অতৃপ্ত ইচ্ছা নিয়ে সেই  মামুনের অকালে চলে যাওয়ার পর অন্তত তার বিদেহী আত্মার শান্তির জন্য জাতীয় ফুটবল বোর্ডের একটি আনুষ্ঠানিক স্বীকৃতিই হয়ত মামুনের অতৃপ্ত আত্মায় শান্তি দেবে।
এ দাবী হয়ত ঠুনকো , কিংবা গ্রহনযোগ্য সে বিতর্ক এখন নাহয় থাক । প্রশ্ন হলো মামুনের আকস্মিক চলে যাওয়ায় সবার এমন দাবীর কথা সংশ্লিষ্ট  মহল পর্যন্ত পৌঁছবে কি?

Comments