সেরার মুকুটে জার্মানির সেই লৌহপ্রাচীর

স্পোর্টস
ডেস্ক :
অবশেষে সেরার
মুকুটে ভূষিত
হলেন
জার্মানির
সেই
চোখ
ধাঁধিয়ে দেয়া লৌহপ্রাচীর।

বছরের
সেরা গোলরক্ষকের
সংক্ষিপ্ত
তালিকা প্রকাশ
করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ
সংস্থা ফিফা। পাঁচজনের এই তালিকার
শীর্ষে স্থান পেয়েছেন
জার্মানিকে নিশ্চিত বিশ্বকাপ
এনে দেয়া এই তারকা গোলরক্ষক।
সেরা হওয়ার দৌড়ে রয়েছেন জার্মানির
বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল
ন্যয়ার। বিশ্বকাপ জয়ের আগে বায়ার্ন
মিউনিখের এই গোলরক্ষক জিতেছেন
বুন্দেসলিগা ও ডিএফবি পোকালের
শিরোপা।
ব্রাজিল বিশ্বকাপে স্পেন হতাশাজনক
পারফর্ম করলেও ক্লাবের হয়ে দারুণ
নৈপুণ্য দেখিয়েছেন ইকার ক্যাসিয়াস।
রিয়াল মাদ্রিদের
হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার
পাশাপাশি কোপা দেল রের শিরোপাও
জিতেছেন তিনি।
ন্যয়ার ও ক্যাসিয়ারের পরই রয়েছেন
স্পেনের আরেক ক্লাব
এ্যাতলেটিকো মাদ্রিদের কোর্টোরিস,
সিরি ‘এ’র ক্লাব জুভেন্টাসের বুফন ও
ব্রাভো (বার্সেলোনা)।
উল্লেখ্য, গত বছরও ফিফার
সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন
এই প্রাচীর ন্যয়ার।

Comments