বিনোদন
ডেস্ক :
বলিউড
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার
বাড়িতে হঠাৎ পুলিশি তল্লাশি।
ভাড়া নেয়া বাড়িতে ভাড়াটিয়াদের
বিরুদ্ধে যৌন ব্যবসার অভিযোগ।
মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ে প্রিয়াঙ্কার
একটি বাড়ি ভাড়া নিয়ে মানিক
সোনি নামের এক ব্যক্তি স্পা খুলেছিলেন।
সেখানেই হানা দিয়ে পুলিশ তিন
মহিলাকে আটক করে। তবে মালিক মানিক
পলাতক রয়েছেন।
স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন
অনুযায়ী, চলতি মাসেই ভারসোভার ওই
স্পাতে হানা দিয়ে যৌন ব্যবসার হদিস পায়
বলে জানা গেছে।
দেহ ব্যবসা চালানোর তথ্য পেয়েই ওই
স্পাতে হানা দেয় পুলিশ। ওই বাড়ির মালিক
প্রিয়াঙ্কা। মানিক সোনি প্রিয়াঙ্কার কাছ
থেকে তা ভাড়ায় নিয়েছিলেন।
ওই স্পার পাশেই প্রিয়াঙ্কার মায়ের
ক্লিনিক রয়েছে। ওই বিল্ডিংয়ের একটি তলার
৩০০০ স্কয়ার ফুটের মালিক প্রিয়াঙ্কা। পুলিশ
হানা দিয়ে ম্যানেজার ও তিন
মহিলাকে আটক করেছে। মহিলাদের
পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংবাদপত্রটি জানিয়েছে, পুরো ঘটনায়
স্তম্ভিত প্রিয়াঙ্কা। তবে এ বিষয়ে তার
প্রতিক্রিয়া জানা যায়নি।
Comments
Post a Comment