৯ বছরেই বিশ্বের সফল মডেল




৯ বছর বয়সেই বিশ্বের অন্যতম সফল মডেলের
তালিকায় নাম লেখালো মেয়েটি। এখানেই শেষ
নয়, পৃথিবীর সব
চেয়ে সুন্দরী মেয়ে হিসাবে সে পরিচিতি পেতে শুরু
করেছে। তার নাম ক্রিস্টিনা পিমেনোভা।
কীভাবে শুরু হয় তার পথচলা? সৌন্দর্যের আশির্বাদ
নিয়েই বোধহয় জন্মেছিল ক্রিস্টিনা। নীল চোখ,
হানি ব্লন্ড এক ঢাল চুল আর অসাধারণ সুন্দর হাসি।
মূলত মায়ের প্রেরণাতেই র্যাম্পে হাঁটা শুরু
করে সে। তিন বছর বয়সেই বিশ্বের
সেরা ব্র্যান্ডগুলির নেক নজরে পড়ে যায় সে।
মডেলিংই নয়, জিমন্যাস্টিকও ভীষণ প্রিয়
ক্রিস্টিনার। আর বেশ দক্ষতার সঙ্গেই
জিমন্যাস্টিক্স করে সে।
মস্কোর বাসিন্দা ক্রিস্টিনার
মা গ্লিকেরিয়া শিরোকোভা-ও এক সময় বেশ সফল
মডেল ছিলেন। বাবা রাসলান পিমেনভ রাশিয়ার
জাতীয় দলের ফুটবলার ছিলেন। ২০০২ সালে দেশের
হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বও করেন তিনি।
গ্লিকোরিয়াই ক্রিস্টিনার ম্যানেজার। মেয়ের
সোশ্যাল নেটওয়ার্কি সাইটগুলিও নিজেই
দেখাশোনা করেন। এর মধ্যেই ফেসবুকে তার
ফলোয়ারের সংখ্যা প্রায় ২০ লক্ষ।
তবে সোশ্যাল মিডিয়ায় মেয়ের বিভিন্ন
ছবি পোস্ট করার পরে ক্রিস্টিনার সম্পর্কে প্রচুর
বাজে মন্তব্য পড়তে হয় রোজ। 'আসলে, যে যেমন
মানুষ তারা তেমনই মন্তযব্য করবেন।
এটা ভেবে নিয়েই শান্ত থাকি। না হলে ৯ বছরের
বাচ্চা সম্পর্কে এমন সব মন্তব্য পড়তে হয়
যে মুখে আনা যায় না।' গ্লিকোরিয়ার সহজ
স্বীকারোক্তি। -ওয়েবসাইট।

Comments