আন্তর্জাতিক
ডেস্ক :
শিক্ষিকাকে বন্দুক
দেখিয়ে প্রাণনাশের
হুমকি দেওয়ার
অভিযোগ
উচ্চ
মাধ্যমিক
পরীক্ষার্থীর
বিরুদ্ধে।
ঘটনাস্থল
নদিয়ার
কালিগঞ্জ।
পরীক্ষায়
নকল
ধরে ফেলার
জের। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই
পরীক্ষার্থীর ব্যাগ থেকে বন্দুক উদ্ধার
হয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ
অভিভাবকদের।
পশ্চিমবঙ্গে নদিয়ার কালিগঞ্জ থানার ওই
স্কুলে সোমবার ছিল উচ্চমাধ্যমিকের
টেস্টে অঙ্ক। পরীক্ষা। অভিযোগ, নকল করার
সময় এক
পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন এক
শিক্ষিকা। খাতা কেড়ে নিয়ে ওই
পরীক্ষার্থীকে হল থেকে বের করে দেন
তিনি।
এরপর ফের পরীক্ষায় বসতে দেওয়ার
দাবি জানায় দ্বাদশ শ্রেণির ওই ছাত্র।কিন্তু
শিক্ষিকা অনুমতি না দেওয়ায় তাকে বন্দুক
দেখিয়ে খুনের হুমকি দেয় সে।
শিক্ষিকার চিত্কার শুনে তাঁকে উদ্ধার করেন
সহকর্মীরা।
যদিও বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ
মানতে নারাজ স্কুলের প্রধান শিক্ষক। তার
দাবি, তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর ব্যাগ
থেকে বন্দুক উদ্ধার হয়েছে।
স্পষ্ট করে কিছু জানাতে চাননি কর্তব্যরত
শিক্ষিকা সংযুক্তা বিশ্বাসও। তিনি ঘটনার
পর বলেছেন, ।ছাত্র যদি বন্দুকও
ধরে সেটা স্কুলের ব্যাপার। আমরাই
মিটিয়ে নেব।.সংবাদমাধ্যমকে বলব না।
অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার
স্কুল গেটে বিক্ষোভ দেখান অভিভাবক ও
স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ,
ঘটনাকে ধামাচাপা দেওয়ার
চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকদের অভিযোগ, সোমবার পুলিশের
কাছে আসল ঘটনা চেপে গিয়েছিল স্কুল
কর্তৃপক্ষ। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হলেও
অভিযুক্তের বিরুদ্ধে কোনও
ব্যবস্থা নেয়নি পুলিশ। যদিও এ
ব্যাপারে পুলিশের কোনও বক্তব্য
পাওয়া যায়নি। -ABP News
Comments
Post a Comment