স্পোর্টস
ডেস্ক :
প্রতিদিনই
যেন
বিশ্বমিডিয়ার
শিরোনাম
হওয়াকে ভালোবাসেন
তিনি।
তা হলে প্রতিদিন
রেকর্ড
গড়বেন
কেন?
কি তার
ক্ষোভ।
আগের কোনো তারকাই তো এমন পারফর্ম
দেখান নি।
আগের রেকর্ড ভেঙে সবাইকে ছাড়িয়ে নতুন
নতুন উচ্চতায় পৌঁছ যাচ্ছেন ফুটবলের বরপুত্র
লিওনেল মেসি। কী লা লিগা,
কী চ্যাম্পিয়ন্স লিগ, রেকর্ডের চূড়ায়
তাকালে এখন শুধুই মেসি আর মেসি। তার
পেছনে থাকা রোনালদোকে চিন্তায়
ফেলে দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে মেসিময় আরো একটি ম্যাচ
জিতল বার্সেলোনা। মেসিজাদুতেই
উড়ে গেল অ্যাপোয়েলের রক্ষণপ্রাচীর। এক,
দুই, তিন। তিনে হ্যাটট্রিক। মেসির
হ্যাটট্রিক। অ্যাপোয়েল তখনো শূন্য। আর লুইস
সুয়ারেজ তো আগেই ম্যাচের গোলের
খাতা খুলে ফেলেন। সব মিলে লুইস এনরিকোর
শিষ্যরা ৪-০ গোলে হারল অ্যাপোয়েল।
চ্যাম্পিয়ন্স লিগে রাউল গঞ্জালেসের ৭১
গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার
লক্ষ্যে খেলত নামেন লিওনেল মেসি। রেকর্ড
ছাড়িয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ
অপেক্ষা করতে হয়নি তাকে। খেলার ৩৮
মিনিটের মাথায় রাফিনহোর ক্রস
থেকে গোল করেন তিনি। এতে চ্যাম্পিয়ন্স
লিগে সর্বকালের সেরা গোলদাতার মালিক
হয়ে যান মেসি।
যদিও এই ম্যাচে এটি দলের দ্বিতীয় গোল,
প্রথম গোলটি করেন এই মৌসুমে লিভারপুল
থেকে আসা লুইস সুয়ারেজ। একক প্রচেষ্টায়
গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর
কোনো দল গোল করতে না পারায় ২-০
ব্যবধানে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে নেমে আরো বেশি আক্রমণত্মাক
খেলতে থাকে বার্সেলোনা। খেলার
বাকি সময়টা শুধুই মেসিময়। ৫৮ মিনিটের সময়
দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় এবং ৮৭
মিনিটে দলের চতুর্থ ও নিজের তৃতীয়
গোলটি করেন মেসি।
এতে চ্যাম্পিয়ন্স লিগে আর
একটি হ্যাটট্রিকের মালিক এবং রাউলের ৭১
গোল ছাড়িয়ে ৭৪ গোলের রেকর্ডের মালিকও
হয়ে যান মেসি।
Comments
Post a Comment