হিউজকে আঘাত দেয়া পেসারকে নিয়ে তুলকালাম

স্পোর্টস
ডেস্ক :
বাউন্সারের
আঘাতে কোমায়
চলে যাওয়া অস্ট্রেলিয়ার
ব্যাটসম্যান
ফিলিপ
হিউজেসের
শারীরিক
অবস্থার
কোনও
পরিবর্তন
হয়নি। এখনও জীবনের বাইসগজে লড়াই
চালিয়ে যাচ্ছেন হিউজেস। আজও
তাকে বিভিন্নভাবে কোমা থেকে ফিরিয়ে নিয়ে আসার
চেষ্টা করা হয়। কিন্তু চিকিত্সায়
সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না।
হিউফেজকে আঘাত হানা পেসার
আ্যবোটকে নিয়ে শুরু হয়েছে তুলকালাম।
সেন্ট ভিনসেন্ট
হাসপাতালে ভর্তি হিউজেসের আজও আর
বেশ কিছু পরীক্ষা, সিটি স্ক্যান করা হয়।
কিন্তু ডাক্তাররা কোনও আশার
কথা শোনাতে পারেননি। এদিকে,
সিডনিতে সেই ম্যাচে দেরিতে অ্যাম্বুলেন্স
আসার অভিযোগও উঠছে।
এদিকে, অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের
পক্ষ থেকে ফিলিপ হিউজেসের দ্রুত আরোগ্য
কামনা করা হয়েছে।
তবে সবচেয়ে অস্বস্তি আছেন অসি পেসার
সিন অ্যাবোট। এই পেসারের বলের আঘাতেই
হাসপতালে ভর্তি হতে হয় হিউজেসকে।
অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম এই
ঘটনার জন্য ঘুরিয়ে অ্যাবোটকে কাঠগড়ায়
তুলেছে। যদিও অ্যাবোটের
সমর্থনে এগিয়ে এসেছেন প্রাক্তন
ক্রিকেটাররা। সবার
আগে হিউজেসকে স্ট্রেচারে তোলেন এই
অ্যাবোটই।

Comments