স্পোর্টস
ডেস্ক :
শন
অ্যাবট
নিজেকে নিয়ে বেশ
যন্ত্রনায়
আছেন।
কেননা গত
মঙ্গলবার
অস্ট্রেলিয়ার
একটি খেলার
মাঠে তার
ছোড়া বলের
আঘাতেই
পৃথিবী থেকে চলে যেতে হয়
দেশটির
ক্রিকেটের
অবসরে যাওয়া বিশ্ব
তারকা পন্টিংয়ের
যোগ্য
উত্তরসূরি ফিল
হিউজকে। তবে আহত হিউজের সঙ্গ ছাড়েন
নি তিনি। হাসপাতালের বারান্দায়
বারান্দায় কেঁদেছেন অনেক। কিন্তু প্রয়াত
হিউজের বোন মেগান তার ভাইকে আঘাত
হানা শন অ্যাবটের সাথে যেসব আচরণ
করেছেন তা রীতিমত বিস্ময়কর ও
সকলকে অবাক করার মত।
অস্ট্রেলিয়ার সেন্ট ভিনসেন্ট
হাসপাতালে হিউজকে দেখতে আসা স্বজনরা অনেকেই
কোনো কিছু না বুঝে ওঠার আগেই
ঘাতককে নিয়ে নানা মন্তব্য করে।
ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়তে থাকেন
অ্যাবট। এমন সময় মেগান অ্যাবটকে সাহস
যোগান। তার প্রতি কোনো অভিযোগ নেই
উল্লেখ করে তাকে মানসিকভাবে শক্ত
থাকার জন্য বলেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ডাক্তার পিটার
ব্রুকনারও বলেছেন মেগানের কথা।
তিনি বলেছেন, মেগান দুঃখে কাতর অ্যাবটের
পাশে দাঁড়িয়েছেন। হিউজের
শয্যাপাশে অ্যাবটকে সান্তনা দিয়েছেন।
শচীন টেণ্ডুলকার ও সুনিল গাভাস্করও
অ্যাবটের আচরণে মুগ্ধ হয়ে নানা মন্তব্য
করেছেন। তারা অ্যাবটের পাশে আছে বলেও
এর আগেই জানিয়েছেন। বাংলাদেশ
হিউজকে স্মরণ করে বিষেশ আয়োজন করেছিল
মিরপুরের ক্রিকেট গ্রাউণ্ডে। সাকিব তার
বন্ধুকে হারানোর ব্যথাও ব্যক্ত করেছেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মাশরাফি বলেছেন, নিষ্ঠুর ক্রিকেট
থেকে পেস বল বাদ দেয়া হোক। আমার মত
বোলাররা মার খেলে খাক। তবু রক্ষা পাক
ক্রিকেট সৈনিকদের জীবন।
যাই হোক অস্ট্রেলিয়ার ক্রিকেট
অ্যাসোসিয়েশন হিউজের পরিবার ও অ্যাবটের
দিকে বিশেষ দৃষ্টি রাখছে।
Comments
Post a Comment