দুবাইয়ের এক হোটেলের বারান্দায় নগ্ন
হয়ে দাঁড়িয়েছিলেন এক মার্কিন
বিমানচালক। তাতেই বাঁধল বিপত্তি।
এতে হোটেলের সুনাম নষ্ট হয়েছে, এই
অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের
করে হোটেল কর্তৃপক্ষ। হোটেলের এক
নিরাপত্তাকর্মী ওই অবস্থায় মার্কিন
পাইলটটির ছবিও তুলে ফেলেন। সেই
ছবি হোটেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে দেখাতেই
সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। পুলিশ
গ্রেফতার করে অভিযুক্ত পাইলটকে। দুবাই
কোর্ট তাকে এক মাসের জেল হেফাজতের
নির্দেশ দিয়েছে।
গালফ নিউজ সূত্রে খবর, অভিযুক্ত মার্কিন
পাইলটকে নিষেধ করা সত্ত্বেও
তিনি শোনেননি। হোটেল কর্তৃপক্ষের যুক্তি,
এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকায়
হোটেলের সম্মানহানি হয়েছে।
ভয়ে হোটেলের ঢুকতে চাননি অনেকে।
পাল্টা অভিযুক্তের আইনজীবীরে বক্তব্য,
হোটেলের বারান্দা মোটেও পাবলিক প্লেস
নয়। তাই সেখানে নগ্ন হয়ে কোনও আইনবিরুদ্ধ
কাজ করেননি তাঁর মক্কেল।
Comments
Post a Comment