প্রস্তাবে রাজি সানিয়া মির্জা

স্পোর্টস  ডেস্ক :
জাতিসংঘে অনন্য
উচ্চতায়
সমাসীন
হলেন
টেনিস
সুন্দরি সানিয়া মির্জা।
সানিয়ার
হাতে ছেড়ে দেয়া হচ্ছে জাতিসঙ্গের
গুরুত্বপূর্ণ দায়িত্ব। একদিকে টেনিসে সাফল্যর
পর সাফল্য ও অন্যদিক থেকে বিশ্বনেতাদের
নজড়ে পড়ে সানিয়া বেশ অভিভূত।
খোলামেলা বলেই ফেললেন তার
বাড়তি দায়িত্ব নিয়ে একান্ত কথা।
তার প্রধান দায়িত্ব হল দক্ষিণ এশীয় শাখার
গুডউইল অ্যাম্বাসডর হিয়ে কাজ করা।
চলতি মাসেই অভিনেতা-পরিচালক ফারহান
আখতারও জাতিসংঘের দক্ষিণ এশীয় শাখার
গুডউইল অ্যাম্বাসডর হয়েছিলেন৷ জাতিসংঘের
ইতিহাসে প্রথম পুরুষ গুডউইল অ্যাম্বাসডর
ফারহান৷ ফারহানের পাশাপাশি এবার
সানিয়াও এই উদ্যেগের সঙ্গে যুক্ত হলেন৷
মঙ্গলবার জাতিসংঘের তরফে টেনিসের
গ্ল্যাম-কুইনকে ‘ওম্যান অফ অ্যাচিভমেন্ট’
এবং ‘ইউথ আইকন’ বলে সম্মানিত করা হয়েছে৷
সানিয়া মূলত জাতিসংঘের তরফে দক্ষিণ
এশিয়ার নারীদের ক্ষমতায়নের দিকেই নজর
দেবেন৷
জাতিসংঘের সঙ্গের সাথে কাজের সুযোগ
পেয়ে সানিয়া বললেন, আমার
কাছে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার৷ আমার
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটা৷ একজন
মহিলা সেলেব্রিটি হওয়া একজন পুরুষের
চেয়ে বেশ কঠিন। এর পরেও আমি আমার
দায়িত্ব পালন করতে চাই। জাতিসঙ্গের মত
সংস্থার দায়িত্ব ফিরিয়া দেয়া তাদের
প্রতি অসন্মান করা হবে ভেবেই আমি গুডউইল
অ্যাম্বাসেডরের প্রস্তাবে রাজি হই।

Comments