যে কীর্তি আলোড়ন ফেলেছে সারা বিশ্বে

আন্তর্জাতিক ডেস্ক :
আপনাকে স্বীকার
করতে হবে এই
শতাব্দীর
সেরা অভিনেতা এই
ব্যাক্তি!
যদি তিনি সিনেমায়
নামতেন
তবে বাঘা বাঘা অভিনেতার
রাতের
ঘুম
কেড়ে নিতে পারতেন।
যাই
হোক,
'সৌভাগ্যবশত'
ফিল্মে নামেনি। তাও বাস্তবেই তার
কীর্তি আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বে।
আদালতের কাঠগড়া থেকে বাঁচতে টানা ২ বছর
কোমার অভিনয় করে গেল ব্রিটেনের এক
ব্যক্তি। এই দু'বছরে তাকে দেখে এক মুহূর্তের
জন্যও কারও সন্দেহ হয়নি যে, সে কোমায়
থাকার অভিনয় করছে। স্রেফ
নাকে মিথ্যে অক্সিজেন মাস্ক রেখে চোখ
বুজে শুয়ে দু'বছর পার।
অ্যালেন নাইট। বয়স ৪৭ বছর। নাকে অক্সিজেন
মাস্ক। চোখ বোজা।।
বাইরে বেরোলে স্ত্রী হুইল
চেয়ারে নিয়ে বেরোতেন। কোমায়
থাকলে একজন ব্যক্তিকে যেমন অবস্থায়
দেখা যায় আর কি! কেউ জিগ্গেস
করলে অ্যালেনের স্ত্রী হেলেন দাবি করতেন,
অ্যালেনের ঘাড়ে খিঁচুনি লেগে পক্ষাঘাত
হয়েছে। কোমা স্টেজে রয়েছে।
আসলে অ্যালেনের বিরুদ্ধে অভিযোগ,
সে প্রতিবেশীর বাড়ি থেকে ৪০ হাজার
পাউন্ড চুরি করেছে। অভিযোগ
সামনে আসতেই আদালতের শুনানি এড়াতে,
কোমার নাটক বেছে নেয় অ্যালেন। তার
স্ত্রীও স্বামীকে যতটা সম্ভব সাহায্য করে এই
অভিনয়ে।
কী ভাবে পর্দা ফাঁস হল?
চলতি সপ্তাহে অ্যালেনের কীর্তি ফাঁস হয়
সিসিটিভি ক্যামেরায়। আসলে কাঁহাতক আর
কোমার অভিনয় করা যায়! তাই গত
সপ্তাহে ব্রিটেনের সওয়ানসি শহরের
একটি শপিংমলে পরিবার নিয়ে বেড়াতে যায়
অ্যালেন। দিব্য গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন।
এদিকে গোয়েন্দারা যে অ্যালেনকে নজরে রাখছে,
তা সে জানত না।
একেবারে হাতেনাতে ধরা পড়ে।
কোমা থেকে ফিরে আপাতত গারদে ঠাঁই
হয়েছে অ্যালেন ও তার স্ত্রীর। পুলিশের
কাজে নিজের কীর্তির কথা স্বীকারও
করেছে 'অভিনেতা' অপরাধী।

Comments