ব্যাপক তুষার-ঝড়; নামানো হল হাজারেরও বেশি বিমান

নিউ ইয়র্কের ইস্ট-কোস্ট এলাকা জুড়ে চলছে ব্যাপক তুষার-ঝড়, চলছে বৃষ্টিও। তার জেরেই বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই আটকে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এবার নামাতে বাতিল করতে হচ্ছে বিমানও। নিউ ইয়র্কে চার ইঞ্চি বরফের স্তর জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ও পশ্চিমের শহরগুলিতে ইতিমধ্যেই জমেছে ১০ ইঞ্চি মোটা বরফের স্তর।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০০০টি বিমান অবতরণ করানো হয়েছে। এছাড়া দেরিতে চলছে ৫০০০টি বিমান। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তাবাহিনীর তরফ থেকে। অনেককেই বাইরে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে হচ্ছে। নিউ ইয়র্ক বন্দর কর্তৃপক্ষ বেশি কর্মী নিয়োগ করেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

Comments