হাতে অস্ত্র, কোলে নবজাতক নিয়ে আইএসের জঙ্গি



আন্তর্জাতিক
ডেস্ক :
টুইটারে নিজের
ছবি পোস্ট
করেছেন
এক
ভারতীয়
বংশোদ্ভূত
ইসলামিক
স্টেট
(আইএস)
জঙ্গি।
৩১
বছরের
ওই
যুবক
বর্তমানে সিরিয়ায়
জঙ্গি সংগঠন
আইএস-এর হয়ে জেহাদে নেমেছেন।
একে-৪৭ রাইফেল হাতে এবং নিজের
বাচ্চাকে কোলে নিয়ে তোলা ওই ছবি পোস্ট
করেন আবু রুমেসাহ নামের ওই যুবক। তার আগের
নাম ছিল সিদ্ধার্থ ধর। ইসলামিক
রাষ্ট্রে তার ছেলে বড় হচ্ছে, এ ধারনা পোষণ
করে স্বগর্বে ওই ছবি পোস্ট করেছেন আবু।
জঙ্গি কার্যকলাপে মদদ দেয়ার সন্দেহে আবুসহ
নয়জনকে গত নভেম্বরে গ্রেফতার করেছিল
ব্রিটিশ পুলিশ। জামিনে মুক্তি পায় আবু।
কিন্তু ডিসেম্বরে তার হাজিরা দেয়ার
কথা থাকলেও পালিয়ে যান তিনি।
জামিন পাওয়ার একদিনের মধ্যেই
গর্ভবতী স্ত্রী ও চার
সন্তানকে সঙ্গে নিয়ে প্যারিসে চলে যান
তিনি। সেখান থেকে সিরিয়ায় গিয়ে আইএস-
এ যোগ দেন আবু।
সিরিয়ায় পৌঁছনোর ঘোষণার কয়েক ঘণ্টা পরই
আবু জানান, তিনি এক সন্তানের
বাবা হয়েছেন। সেই সন্তান ব্রিটিশ নয়,
সে জন্মেছে ইসলামিক স্টেটের শাসনাধীন
দেশে।
আবু টেলিভিশনে একাধিকবার ইসলামিক
রাষ্ট্রে তার জীবন ধারনের
ইচ্ছা ঘোষণা করে বেশ পরিচিত ব্রিটেনে।
উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় ইসলামিক রাষ্ট্র
প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আইএস।

Comments