রাশিয়ার সফল আন্ত মহাদেশীয় ক্ষেপনাস্ত্র পরীক্ষা



রাশিয়া পারমানবিক বোমা বহনযোগ্য এক আন্ত
মহাদেশীয় ক্ষেপনাস্ত্রের সফল
পরীক্ষা চালিয়েছে I মস্কোর প্রতিরক্ষা দপ্তর
থেকে জানানো হয়েছে যে শুক্রবার বারেন্ট
সাগরের তলায় পারমানবিক ডুবো জাহাজ
থেকে বুলভা নামের এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ
করা হয় I প্রতিরক্ষা দফতর জানায় এই
বুলভা ক্ষেপনাস্ত্র ১০টি পারমানবিক
বোমা নিয়ে ৮০০০ কিলোমিটার অতিক্রম
করতে সক্ষম I এই ক্ষেপনাস্ত্রের নির্মান কাজ শুরু
হয়েছিল ২০০৯ সালে I

Comments