ধীর বোলিংয়ের জন্য জিম্বাবুয়ের জরিমানা



স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশ সফরে একের পর এক ম্যাচ
হারতে থাকা জিম্বাবুয়ের ওপর এবার যোগ
হলো জরিমানার বোঝা। চতুর্থ ওয়ানডেতে ধীর
বোলিংয়ের জন্য পুরো দলকেই এই
জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ
সংস্থা আইসিসি শনিবার এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবারের ওই
ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম
বল করে জিম্বাবুয়ে। এই কারণে দলের
অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে তার ম্যাচ ফির
২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ
রেফারি রঞ্জন মাধুগালে। আর দলের অন্যান্য
খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ
করে জরিমানা করা হয়।
শুক্রবার মিরপুর শের-ই-
বাংলা স্টেডিয়ামে চতুর্থ
ওয়ানডেতে বাংলাদেশের কাছে ২১
রানে হারে জিম্বাবুয়ে। ৫ ম্যাচের
সিরিজে ৪-০
ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এর
আগে টেস্ট সিরিজে ৩-০
ব্যবধানে হারে অতিথিরা।
আগামী সোমবার পঞ্চম ও শেষ
ওয়ানডেটি হবে ঢাকার মিরপুরের শের-ই-
বাংলা স্টেডিয়ামে।

Comments