এক অদ্ভুত খাদক

এক্সক্লুসিভ
ডেস্ক :
খাবার-দাবারে সবাইপটু। কেউএকটু বেশি আবার কেউবা কম। কিন্তু আমেরিকার কানেকটিকাটে এক খাদকের কথা শুনলে অবাকনা হয়ে পারবেন না।ওই ব্যক্তি মাত্র দশ মিনিটে প্রায় ৪ দশমিক
২৪ কেজি টার্কির মাংস খেয়ে সাবাড় করে ফেলেন। অবশ্য খাবার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েন।
৩১ বছর বয়সী জোয়ি চেস্টনাট নামের এ খাদক একটি টার্কির পুরোটাই গলাধঃকরণ করেছেন,যা এর আগে কেউ করতে পারেননি। দশ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি ৫০০০মার্কিন ডলারের একটি চেক জিতে নেন।
অবশ্য এর আগের রেকর্ডটি ছিল সোন্যা টমাসের দখলে, যিনি ২০১১ সালেরনভেম্বরে প্রায় সাড়ে পাঁচ পাউন্ড মাংস
খেয়েছিলেন।

Comments