হিউসের পর ফের বলের আঘাতে আম্পায়ারের মৃত্যু



স্পোর্টস
ডেস্ক :
এখনো অস্ট্রেলিয়ার
ক্রিকেটার
ফিলিপ
হিউসের
মৃত্যুর
দুই
দিন
হয়নি তার
মধ্য
প্রায়
একই
ঘটনা ঘটলো, ক্রিকেট বলের আঘাতে প্রাণ
হারালেন ইসরায়েলের এক আম্পায়ার।
শনিবার খবরটি নিশ্চিত করেছে দেশটির
পুলিশ। তবে হতভাগ্য আম্পায়ারের নাম
এখনো পর্যন্ত জানা যায়নি।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে,
ইসরায়েলের শহর অ্যাশডডে একটি ক্রিকেট
ম্যাচ চলার সময় বল ৬০ বছর বয়সী ওই
আম্পায়ারের মুখে আঘাত লাগে। গুরুতর আহত
অবস্থায় দ্রুত তাকে পাশের শহর
অ্যাশকেলনের একটি হাসপাতালের
নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এক জন খেলোয়াড় ইসরায়েলের একটি ওয়েব
পোর্টালকে জানায়, ব্যাটসম্যানের
শটে বলটি সরাসরি বোলারের
প্রান্তে থাকা স্টাম্পে লেগে আম্পায়ারের
মুখে আঘাত করে। ইসরায়েলে ক্রিকেট বড়
কোনো ক্রীড়া নয়। তবে অ্যাশডডে ভারত
থেকে আসা ইহুদিদের
বসতি আছে বলে সেখানে ক্রিকেট খেলা হয়।
গত মঙ্গলবার সিডনি ক্রিকেট
গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ
ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার
অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায়
বলের আঘাত পান হিউস। এর দুই দিনের মাথায়
মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার
তিনি মারা যান।

Comments