ডেস্ক :
তার
বাবা ছিলেন
এদেশের
প্রথম
সারির
একজন
অভিনেতা।
সবাই
তাকে শ্রদ্ধা করত।
সেই
গোলাম মুস্তফার মেয়ে সুবর্ণা মুস্তাফা।
বিয়ে হয় আরেক শক্তিমান অভিনেতা হুমায়ুন
ফরিদীর সঙ্গে। দীর্ঘ সময় সুর্বণা ও
ফরিদী বড়-ছোট দুই মাধমের পর্দায়
চুটিয়ে কাজ করে গেছেন।
হঠাৎ একদিন আমরা শুনতে পেলাম, ফরিদীর
সঙ্গে আর থাকছেন না সুবর্ণা।
ফরিদীকে ছেড়ে এসে বিয়ে করলেন তার
থেকে বয়েসে অনেক ছোট নির্মাতা বদরুল
আনাম সৌদকে। সুবর্ণার প্রতি ফরিদীর
ভালবাসা ছিল গভীরতর। প্রমাণ
তো আমরা পেলাম।
সুবর্ণা তাকে ছেড়ে আসার কিছু সময় পরই
তিনি মারা গেলেন।
মৃত্যুর আগে নিজ ফ্ল্যাটে একা একা থাকতেন।
বাইরে খুব বেশি বের হতেন না। তার
ফ্ল্যাটে তাকে দেখাশোনার জন্যে ছিল
কেবল কাজের এক ছেলে। কিন্তু সেই
সুবর্ণা কি পারলেন সুখি হতে? সৌদের
সঙ্গে তার ঘর ভাঙছে। এরপর সুবর্ণা আবার
কোথায় বাঁধবেন তার ঘর, তা জানার জন্য
আমাদের অপেক্ষা করতেই হবে।
Comments
Post a Comment