ফিরে আসছে আদিম ম্যামথ



আন্তর্জাতিক
ডেস্ক :
অবশেষে ভাঙতে চলেছে সুদীর্ঘ বরফঘুম।
বিস্মৃতির ধুলো ঝেড়ে ফের বাস্তব
জগতে দাপিয়ে বেড়াতে আসছে রোমশ
ম্যামথ। সাইবেরিয়ার আবিষ্কৃত
প্রাগৈতিহাসিক দেহাংশ থেকে তার
পুনর্জন্ম হবে, এ স্বপ্ন এখন
বিজ্ঞানীদের।
২০১৩
সালে সাইবেরিয়া অঞ্চলে ম্যালি লাইখভস্কি দ্বীপ
থেকে পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগের
হাতির মতো দেখতে প্রাণী ম্যামথের
অবিকৃত দেহাংশ। পুরু তুষার
মোড়কে থাকার ফলে ৪০ হাজার বছল পার
করেও প্রাণীটির দেহে বিশেষ
বিকৃতি ঘটেনি। এ কারণে তার ডিএনএ
থেকে কৃত্রিম উপায়ে পূর্ণাঙ্গ
ম্যামথশিশু সৃষ্টির
সম্ভাবনা দেখতে পাচ্ছেন
জীববিজ্ঞানীরা।
জানা গেছে, প্রাচীণ তুষারস্তর মৃত
ম্যামথের দেহ এতটাই যথাযথ সংরক্ষণ
করেছে যে, তার রক্তে নিহিত ডিএনএ’র গঠন
এখনো অটুট রয়েছে। এ ডিএনএ’র
সাহায্যে ম্যামথের ক্লোন তৈরি সম্ভব
হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

Comments