এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়ের
খেতাব পেলেন ভারতের তারকা ক্রিকেটার
বিরাট কোহলি। লন্ডনের একটি সাপ্তাহিক
পত্রিকা ‘ইস্টার্ন আই’ ২০১৪
সালে বিশ্বে এশিয়ার সবচয়ে আকর্ষণীয়
পঞ্চাশ জন পুরুষের একটি তালিকায় প্রকাশ
করেছে। সেই তালিকায় স্থান
পাওয়া একমাত্র এশিয়ান খেলোয়াড় হচ্ছেন
বিরাট কোহলি।
তালিকায় পঞ্চাশ জনের মধ্যে তাঁর স্থান
৩৮তম। এর আগেও কোহলি এই তালিকায়
ছিলেন। ‘ফিফটি সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান
ইন দ্য ওয়ার্ল্ড’ নামে বার্ষিক
একটি তালিকা প্রকাশ করে পত্রিকাটি।
আগামীকাল পত্রিকাটিতে পঞ্চাশ জনের
পুরো তালিকাটি প্রকাশ করা হবে।এই
তালিকায় বিশ্বে এশিয়ার সবচয়ে আকর্ষণীয়
পুরুষ নির্বাচিত হয়েছেন বলিউড
অভিনেতা ঋত্বিক রোশন।
Comments
Post a Comment