কোহলি নিষিদ্ধ! ভাগ্য এখন আম্পায়ারের হাতে

স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি ও দেশের
হয়ে সর্বোচ্চ রান অন্যদিকে দ্বিতীয় দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি। যেখানে বিরাটের আশেপাশেও নেই তার কোনো সতীর্থ
ব্যাটসম্যান। এমন সাফল্য যার সেই বিরাট
কোহলি পরবর্তি ম্যাচগুলোতে অনিশ্চিত।
অ্যাডিলেড টেস্টে স্লো-ওভার রেটের
দায়ে পরের ম্যাচে নিষিদ্ধ হতে পারেন
ভারতের স্টপ গ্যাপ অধিনায়ক বিরাট কোহলি।
আইসিসি’র নিয়ম অনুযায়ী টেস্ট
ম্যাচে প্রতি ঘণ্টায় কোনও দলকে অন্তত
পক্ষে ১৫ ওভার বল করতেই হবে।
সেখানে বিরাটের ভারত চেষ্টা করে মাত্র
১৩.১ ওভার বল করতে সমর্থ হয়েছে।
বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু
হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট।
অ্যাডিলেড
টেস্টে জোড়া সেঞ্চুরি এসেছে বিরাটের
ব্যাট থেকে। দারুণ ছন্দে রয়েছেন তিনি।
কোহলি-পূজারার চেষ্টা সত্বেও প্রথম
টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৪৮
রানে হারতে হয়েছে ভারতকে।
ফলে সিরিজে ১-০ পিছিয়ে ভারত।
দ্বিতীয় টেস্টে বিরাট না-খেললে ভারতীয়
ব্যাটিং লাইন-আপ যে দুর্বল
হয়ে পড়বে তা বলাই বাহুল্য। এখন ব্রিসবেন
টেস্টে বিরাটের খেলা পুরোটাই নির্ভর
করছে ম্যাচ রেফারি জেফ ক্রো’র
সিদ্ধান্তের ওপর।
ক্রো যদি বিরাটের এই
অপরাধকে হালকা ভাবে নেন,
সেক্ষেত্রে ম্যাচ ফি’র মাত্র ২০ শতাংশ
দিয়েই ছাড় পেয়ে যাবেন তিনি। অন্যথায়
একটি টেস্ট বা দু’টি ওয়ানডে ম্যাচ নির্বাসিত
হতে পারেন বিরাট। আর দলে তার যায়গায়
আসতে পারেন মাহেন্দ্র সিং ধোনি।

Comments