এবার রপ্তানি হবে বাংলাদেশের ফার্নিচার

তানজিনা ইসলাম তানিন,
স্টাফ করেসপন্ডেন্ট, বিডি টুয়েন্টিফোর
লাইভ ডট কম:
এক সময় বিদেশ থেকে আমদানি হলেও এখন
দেশীয় চাহিদা মিটিয়ে নান্দনিক
ডিজাইনের ফার্নিচার বাংলাদেশ
থেকে বিদেশে রপ্তানি হচ্ছে ।
ব্যবসায়ীরা জানান, এ দেশের কারিগরদের
হাতে তৈরি বাহারি ডিজাইনের
ফার্নিচারের ব্যাপক
চাহিদা রয়েছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন
দেশে। তবে, অপরিহার্য কিছু কাঁচামাল
আমদানিতে উচ্চ শুল্কের কারণে রফতানির
বিশাল বাজার ধরা যাচ্ছে না। এছাড়া,
রয়েছে প্রয়োজনীয় দক্ষ কারিগর, প্রশিক্ষণ ও
আধুনিক যন্ত্রপাতির অভাব ।
নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়ায় গত
দু'দশকে দেশের ফার্নিচার শিল্প অনেক দূর
এগিয়েছে। এক সময় দেশীয় ফার্নিচারের দাম
বেশি থাকায় পুরনো জাহাজে ব্যবহৃত
ফার্নিচার কিনতো মধ্যবিত্তরা । আর ঘরের
শোভা বর্ধনে সৌখিন লোকেরা ফার্নিচার
আনতো বিদেশ থেকে। এখন আমদানির
পরিবর্তে বিদেশেও ফার্নিচার
রপ্তানি হচ্ছে ।
তবে এক্সোসরিজের বিকাশ
না হওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল
আমদানিতে উচ্চ সম্পূরক শুল্ক রফতানির
ক্ষেত্রে বড় বাধা বলে জানান ফার্নিচার
ব্যবসায়ীরা । এদিকে, উদ্যোক্তারা জানান,
এদেশের কারিগরদের
হাতে তৈরি ফার্নিচারের
চাহিদা রয়েছে ইউরোপ আমেরিকাসহ
মধ্যপ্রাচ্যের বাজারে। এখন প্রয়োজন উন্নত
প্রযুক্তি ও পর্যাপ্ত দক্ষ কারিগর ।
তৈরি পোশাকের মতো ফার্নিচার রফতানির
ব্যাপক সম্ভাবনার বিষয়টি স্বীকার
করে এক্ষেত্রে সরকার সব ধরনের
সহায়তা দিবে বলে জানিয়েছেন
ভূমি প্রতিমন্ত্রী । চট্টগ্রামসহ সারা দেশে ৭
হাজার ফার্নিচার কারখানায় প্রায় ১০ লাখ
শ্রমিক কাজ করেন ।

Comments