এক রাতের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সানি

সানি লিওন মানেই ছবি জুড়ে যৌন উত্তেজক দৃশ্যের
ছড়াছড়ি। এবার আর দৃশ্য নয়, ছবির নামের মধ্যেই
যৌনতা এসে বাসা বেঁধেছে। তেমনি একটি নাম
‘ওয়ান নাইট স্ট্যান্ড’। আর এই ছবিতে অভিনয়ের
জন্যে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন সাবেক এই
পর্ণ তারকা।
জেসমিন ডিসুজার পরিচালনায় ‘ওয়ান নাইট
স্ট্যান্ড’ ছবিতে অভিনয়ের জন্যে ইতিমধ্যেই
চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। শিগগিরই ছবিটির
দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর একারণে নিয়মিত
প্রস্তুতি নিতেও শুরু করেছেন তিনি।
সম্প্রতি এক টুইট বার্তায় সানি লিখেন, ‘ভোর ৬টা,
একটি মনোরম কক্ষে আমি। ঘণ্টা খানিকের মধ্যেই
‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর জন্যে অনুশীলন শুরু
করতে হবে। নতুন সফর শুরু হচ্ছে।’
এদিকে ব্ল্যাক, গুজারিস এবং লুটেরা খ্যাত
ভবানী আইয়ার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির গল্প
লিখেছেন। আর এ কারণেই ছবিতে যৌন উত্তেজক
কোনো কিছু থাকছে না বলে জানিয়েছেন
পরিচালক জেসমনি ডিসুজা।

Comments