হাওয়া খেতে বিমানের গেট খুললেন যাত্রী, অত:পর..

বিমানে উঠেই কেমন যেন অস্বস্তি বোধ
হচ্ছিল তাঁর৷ উইন্ডো সিটে বসে মুক্ত
বাতাসের খোঁজে তাই বিমানের
ইমার্জেন্সি গেটটাই খুলে ফেললেন এক
যাত্রী৷ এদিকে, উড়ানের জন্য তখন
তৈরি বিমান৷টেক অফ করবে৷এমন সময়
ইমার্জেন্সি গেট খোলা দেখে মাথায় হাত
বিমানকর্মীদের৷ চেঁচামেচি শুরু হতেই
বিমানের
উইন্ডো সিটে বসে থাকা ঝুঝিয়া নামে ওই
যাত্রী বলে ওঠেন, ‘দরজাটা খোলা রাখুন,
প্লেন চললে বেশ ভালো লাগবে৷এদিকের
জানলাটাও খুলে দিন।’
তাঁর কথা শুনে হেসে ফেলেন
বিমানকর্মীরা৷তাঁকে মৃদু ধমক
দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়৷ নিরাপত্তার
খাতিরে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় অন্য
আসনে৷এর পর চিনের ঝিঝাং প্রদেশের
হাংঝাউ বিমানবন্দর থেকে নিরাপদে উড়ান
দেয় বিমান৷

Comments