পাকিস্তান ৯২র বিশ্বকাপ জয়ী জার্সি পরে খেলবে

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫
বিশ্বকাপের বাকি আর মাত্র ৬৪ দিন।
এবারের বিশ্বকাপটি পাকিস্তান ক্রিকেটের
জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা ইমরান
খানের নেতৃত্বধীন পাকিস্তান দল এই মাঠেই
প্রথম ও একবারই বিশ্বকাপ
ট্রফি হাতে তুলে নিয়েছিল।
২২ বছর আগে ১৯৯২ সালে পাকিস্তান দল
যে ডিজাইনের জার্সি গায়ে চাপিয়েছিল
আসন্ন বিশ্বকাপেও একই ডিজাইনের
জার্সি ব্যবহারের
পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
(পিসিবি)।
প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে,
আইসিসি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ
স্মরণে রেপ্লিকা প্লেয়িং শার্টের ডিজাইন
করার ঘোষণা দিয়েছে পিসিবি। সে বছরও
বিশ্বকাপ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেই
অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯২ সালে একই
ডিজাইনের জার্সি গায়ে বিশ্বকাপ
জিতেছিল পাকিস্তান।

Comments