‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ হলেন সার্জিও অ্যাগুয়েরো



ফুটবল সাপোর্টার ফেডারেশনের
বিচারে ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ হলেন
সার্জিও অ্যাগুয়েরো৷ সোমবার
লন্ডনে ট্রফি হাতে উচ্ছ্বসিত ম্যাঞ্চেস্টার
সিটির তারকা স্ট্রাইকার৷
ট্রফি জিতে টুইটারে ফ্যানেদের ধন্যবাদ
জানিয়েছেন অ্যাগুয়েরো৷ ‘এটা আমার
কাছে বিশেষ পুরস্কার৷ কারণ
এটা এসেছে আমার ফ্যানেদের কাছ থেকে৷
সতীর্থ ও আমার ফ্যানেদের ধন্যবাদ জানায়৷’
এছাড়াও ২০১৪ ফিফার বিশ্ব একাদশেও
জায়গা পাওয়ায় খুশি আর্জেন্তাইন তারকা৷
বিশ্ব একাদশে মেসি, রোনাল্ডোদের
সঙ্গে একই আসনে থাকায় উচ্ছ্বসিত তিনি৷
চলতি মরশুমে ম্যান সিটির হয়ে ইতিমধ্যেই
১৭টি গোল করে ফেলেছেন অ্যাগুয়েরো৷
তাই ওয়েন রুনি, গ্যারেথ বেল, মেসুট ওজিল,
দিয়েগো কোস্তাদের
পিছনে ফেলে ফ্যানেদের বিচারে সেরা হন
ম্যান সিটি-র গোলমেশিন৷

Comments