ছাগল মা জন্ম দিল মানুষের মতো দেখতে সন্তানের

ছাগলের সন্তান। কিন্তু দেখতে প্রায়
মানুষের মতো! এমনটাও হয়।
andhrawishesh.com-এ প্রকাশিত খবর
অনুযায়ী ভারতের কর্ণাটকের
কোটে তালুকে সোলাপুরে দুটি ছাগশিশুর জন্ম
হয়েছে। যাদের প্রায় ৭০ শতাংশ মানুষের
মতো দেখতে।
সোমবার একটি মা ছাগল
প্রথমে একটি সন্তানের জন্ম দেয়।
যাকে দেখতে মানুষের মতো। এর ৫ ঘণ্টা পর
দ্বিতীয় সন্তানের জন্ম দেয় সে। এইবার
ছাগশিশুর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়
শিশুকন্যার। ছাগলটির মালিক জানিয়েছেন
এর আগে সে ১০টি সন্তানের জন্ম
দিয়েছে যার প্রত্যেকটিই সুস্থ ও স্বাভাবিক।
এইবার সন্তান প্রসবের পরই
সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত খবর।
জন্মের পরই অদ্ভুত ছাগশিশু দুটির শারীরিক
পরীক্ষা করা হয়। পশুপালন বিভাগের
ডেপুটি ডিরেক্টর জানান, কোনও জিনগত
সমস্যা বা সংক্রমণের ফলে এই ধরণের অদ্ভুত
ঘটে থাকতে পারে। ছাগশিশু দুটিকে মাইসোর
দাসারা এক্সিবিশন সেন্টারে সংরক্ষণের
জন্য পাঠানো হবে।

Comments