সৌদি আরবে ইসমাইল খান সাইদ নামের এক
পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। তার
বিরুদ্ধে অভিযোগ, সে হেরোইন
চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল।
বৃহস্প্রতিবার দেশটির ইস্টার্ন প্রদেশে এই
ঘটনা ঘটে। শুধুমাত্র মাদক পাচারের
অভিযোগে এ নিয়ে দেশটিতে গত দুই
মাসে পাকিস্তানের ১২ জন নাগরিকের
শিরশ্ছেদ করা হলো।
সৌদি প্রেস এজেন্সি জানায়, বিপুল পরিমাণ
হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত
হওয়ার পর ইসমাইল খানকে ইস্টার্ন
প্রভিন্সে নিয়ে আসা হয়। এখানেই তাঁর দণ্ড
কার্যকর করা হয়।
Comments
Post a Comment