১৯৭৬ সালে অ্যাপলের একটি অপারেশনাল
কম্পিউটার পড়ে ছিলো স্টিভ জবসের বাবা-
মায়ের গ্যারেজে। অ্যাপলের সহ-
প্রতিষ্ঠাতা অ্যাপল-১ মডেলের বহু
পুরনো কম্পিউটারটি বিক্রি করেছিলেন
মাত্র ৬০০ ডলারে। ওই
কম্পিউটারটি সম্প্রতি নিউ ইয়র্কের
একটি নিলামে বিক্রি হয়েছে ৩ লাখ ৬৫
হাজার ডলারে।
কম্পিউটারে লেখা ছিল রিকেটস অ্যাপল-১
পারসোনাল কম্পিউটার। এর আসল মালিক
চার্লস রিকেটের নামে এর নাম
লিখা হয়েছিল। জানা মতে, এটিই একমাত্র
অ্যাপল-১ মডেলের কম্পিউটার
যা টিকে রয়েছে। লস অ্যালটোস
শহরে ক্রিস্টিস নামে এক নিলাম
হাউজে এটি বিক্রি করা হয়।
ধারণা করা হয়েছিল এর দাম ৪ লাখ থেকে ৬
লাখ ডলার পর্যন্ত উঠবে। কারণ এর
আগে অ্যাপল-১এস মডেলের একটি কম্পিউটার
গত অক্টোবরে ৯ লাখ ৫ হাজার
ডলারে বিক্রি হয়। কয়েক শ পিস
বানানো হয়েছিল কম্পিউটারটি এবং এখন
৫০টির মতো টিকে রয়েছে। এটি কিনেছিল
হেনরি ফোর্ড অর্গানাইজেশন।
ওই নিলামে শিল্পী আদ্রিয়েন ডি ভ্রাইস এর
আঁকা ১৭ শ শতকের একটি চিত্রকর্ম বিক্রি হয়
২৭.৯ মিলিয়ন ডলারে। এটি আমস্টারডামস
রিকস্মুসিউম কিনে নেয়।
কারো কয়েকটি ব্যক্তিগত
দাতা সংস্থা কয়েকটি ভাস্কর্য কেনে যার
দাম ১৫-২৫ মিলিয়ন ডলারের মতো ছিল।
ক্রিস্টিস এর গ্লোবাল প্রেসিডেন্ট
জাসি পালকানেন বলেন, এখানে মাস্টারপিস
বিক্রি করা হয়েছে বহু দামে।এই
নিলামে আরো একটি বিশেষ আইটেম ছিল
যা শেষ মুহূর্তে নিলামে তোলার সিদ্ধান্ত
বাতিল করা হয়।
Comments
Post a Comment