প্রেমিকাকে কামড় দেওয়ায় কুকুরকে কামড়ালো প্রেমিক

কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের
শোভা পায়? কবি সত্যেন্দ্রনাথ দত্তের এই
কথা মনে হয় শেষ বিফল হলো।
সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাস্টাশায়ারের ব্যস্ত
রাস্তায় পোষ্য কুকুরকে কামড়ে দিয়েছে তারই
মালিক!
ডেইলি মেইলের রবিবারের এক
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার
মধ্যে ওই ঘটনা ঘটে।
শিকারি কুকুরটিকে ইস্টগেট ও সাউথগেটের
রাজপথে কামড়াতে ও মারতে থাকেন এর
মালিক। উপস্থিত পথচারীরা এ
ঘটনা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ
এসে তৎক্ষণাৎ তাকে হাতেনাতে গ্রেফতার
করে।
ওই ব্যক্তি কুকুরটিকে কেন কামড়ালেন
তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, পশুর
প্রতি সহিংস আচরণের কারণেই
এমনটা হয়েছে। ওই ব্যক্তির জেল-
জরিমানা হতে পারে।
চলতি বছরের শুরুর
দিকে একটি কুকুরকে দেয়ালে ছুঁড়ে মারার
অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড
দেয় দেশটির একটি আদালত। ওই কুকুরটির
অবশ্য দোষও ছিল। কুকুরটি কামড়ে দিয়েছিল
ব্যক্তিটির প্রেমিকাকে।

Comments