সোমালিয়ায় বিষাক্ত জল পান করে ৫০ জনের মৃত্যু

বিষাক্ত জল পান করে মারা গেলে ৫০ জন৷
মৃতদের বেশিরভাগই শিশু৷
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সোমালিয়ার
রাজধানী মোগাদিশুতে৷ সিএনএন
সূত্রে জানা গিয়েছে, এদিন বিষাক্ত জল
পান করে অসুস্থ হয়ে পড়ে প্রায় ১৫০
জন৷ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের৷
তবে কীভাবে পানীয় জলে বিষক্রিয়ার
ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি৷
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,
সম্প্রতি পানীয় জল পরিশোধনে নতুন
একটি যন্ত্র বসানো হয়েছিল৷ তা সত্ত্বেও
কীভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল
তা ভাবিয়ে তুলেছে প্রশাসনিক
আধিকারিকদের৷ পুলিশ
সূত্রে জানা গিয়েছে, মৃতদের
মধ্যে বেশিরভাগই শিশু৷
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ
থেকে৷

Comments