শিক্ষাসফরে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে প্রাথমিক
বিদ্যালয় পড়ুয়া ৭ কিশোরী। রোববার এক
খবরে ডেইলি মেইল জানিয়েছে, বসনিয়ার ছোট
শহর বানজা লুকার একটি প্রাথমিক
স্কুলে পড়ুয়ারা এই কাণ্ড ঘটিয়েছে। এদের
প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪ বছর।
মাস খানেক আগে ওই স্কুলের ২৮ শিক্ষার্থীর
থেকে সবাইকে ৫ দিনের শিক্ষামূলক
ভ্রমণে রাজধানী সারায়েভোতে নিয়ে যাওয়া হয়।
এবিপি আনন্দ জানিয়েছে, বাড়ি ফেরার পর থেকেই
৭ কিশোরী বেশ টেনশনে দিন কাটাচ্ছিল। শেষমেশ
সত্যি কথাটা বলেই ফেলে মা-বাবাকে। সাত
কিশোরীই স্কুল
থেকে বেড়াতে গিয়ে গর্ভবতী হয়ে পড়েছে।
তাদের বাবা-মায়েরা জানান, কয়েক দিন ধরেই মুখ
শুকনো ছিল তাদের সন্তানদের। বারবার
জিজ্ঞাসা করতেই সত্যিটা বেরিয়ে পড়ে।
ওই ছাত্রীরা জানায়, বেড়াতে গিয়ে তাদের
একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিল স্কুল
কর্তৃপক্ষ। সেখানেই গোপনে কয়েকজন ছাত্রদের
সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তারা।
এমনকি এক ছাত্রীর দাবি, বয়ফ্রেন্ডের
অনুরোধে সে না বলতে পারেনি।
এই ঘটনা প্রকাশিত হতেই আলোড়ন
পড়ে গিয়েছে বসনিয়ায়। প্রশ্ন উঠেছে, দেশের যৌন
শিক্ষা ব্যবস্থা নিয়ে।
নাবালকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বাড়তে থাকায়
ইতিমধ্যেই বসনিয়া সরকার স্কুলে যৌন শিক্ষার
পাঠ দিতে তোড়জোড় শুরু করেছে। এ সময় প্রাথমিক
স্কুলের ছাত্রীদের কীর্তিতে বেশ চিন্তায়
পড়েছে দেশটির প্রশাসন।
Comments
Post a Comment