হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিতে ফোন করা যাবে

এবার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ
আনতে চলেছে চলেছে ‘ভয়েস
কলিং ফিচার’৷হোয়াটসঅ্যাপ সূত্রে তেমনই
জানা গেছে৷হোয়াটসঅ্যাপ
সূত্রে জানানো হয়েছে, অ্যাপসের
নয়া আপডেটেশনে যুক্ত হতে চলেছে ‘স্ক্রিন
শট’-এর মতো নয়া ফিচারও৷
হোয়াটসঅ্যাপের সিইও জন কম জানান,
হোয়াটসঅ্যাপে ভয়েসকলিং ফিচার যুক্ত
করার জন্য কাজ চলছে, আশা করা যাচ্ছে নতুন
বছরের প্রথম ভাগে নয়া এই
ফিচারটি ব্যবহারকারীরা উপভোগ
করতে পারবেন৷ তবে আর কী কী নতুন ফিচার
যুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের
তরফে কিছু জানানো হয় নি৷
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের CEO আরও
জানান, কীভাবে আরও কম ডেটা প্ল্যান
ব্যবআর করে হোয়াটসঅ্যাপ করা যায়
সে বিষয়ে কাজ চলছে।

Comments