থার্টিফাস্ট নাইটে আড়াই কোটি রুপিতে চুক্তিবদ্ধ নায়িকা যা করবেন

বিনোদন ডেস্ক:
প্রতি বারই থার্টিফার্স্ট নাইটে হলিউড- বলিউড
এমনকি ঢালিউড তারকারা আকাশছোঁয়া সম্মানীতে পারফরম করে থাকেন বিভিন্ন হোটেল-ক্লাবগুলোতে। বিশেষ করে বলিউডের সেক্সসিম্বল
অভিনেত্রীরাই এসব পারফরমেন্সে বেশি অংশ নিয়ে থাকেন। এবারও এই আয়োজনে একাধিক বলিউড তারকা অংশ নিচ্ছেন। বিপাশা বসু,
মল্লিকা সারাওয়াত, মালাইকা অরোরা,
অমৃতা অরোরাসহ অনেক তারকাই এবার
পারফরমেন্স করতে যাচ্ছেন বিভিন্ন শোতে।
তবে এবার সবাইকে হারিয়ে সর্বোচ্চ
সম্মানীতে থার্টিফার্স্ট নাইটে পারফরম
করতে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
৩১শে ডিসেম্বর জমকালো আয়োজনের
একটি পার্টিতে নাচতে আড়াই
কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
থার্টিফার্স্টের এক রাতের জন্য এবার তিনিই
সর্বোচ্চ এই পারিশ্রমিক নিচ্ছেন। এর
আগে গত বছর ৮০ লাখ রুপিতে পারফরম
করেছিলেন তিনি। মাত্র এক বছরের
ব্যবধানে জ্যাকুলিনের পারিশ্রমিক
বেড়েছে এক কোটি ৭০ লাখ।
মূলত চলতি বছর ‘কিক’ ছবিটি করার মধ্য
দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
সালমানের বিপরীতে ব্যবসা সফল এ
ছবিতে অভিনয় করে বলিউডের অন্যতম
চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত
হয়েছেন তিনি।
কমপক্ষে থার্টিফার্স্টের হাফডজন
অনুষ্ঠানে নাচার প্রস্তাব ছিল এ
অভিনেত্রীর। তবে মুম্বইয়ের পাঁচ
তারকা হোটেলের জন্যই
পাকাপাকিভাবে আড়াই
কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এখানে বেশ খোলামেলারূপে নিজের জনপ্রিয়
সব গানে পারফরম করবেন জ্যাকুলিন। এজন্য
এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। এ
বিষয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ১৫ দিন
ধরেই এ জন্য প্রস্তুত হচ্ছি।
থার্টিফার্স্ট নাইটে আমি প্রতি বছরই
পারফরম করি। তবে এবার ‘কিক’-এর সফলতাটাও
একসঙ্গে উদযাপন করবো। তাই এবার দর্শকদের
মাতিয়ে রাখতে রাখতে চাই। আমার সে রাত
হবে শুধু ভক্তদের জন্যও জানান তিনি।

Comments