ঘন কালো সুন্দর চুল সকলেরই বেশ পছন্দের।
সেই প্রাচীনকাল থেকে মেয়েদের সৌন্দর্যের বর্ণনায় চুলের উপমা দেয়া হয়ে থাকে। কিন্তু ইদানিং রুক্ষ
আবহাওয়া, যত্নের অভাব আরও নানান
কারনে চুলকে লম্বা ও ঘন করতে পারেন
না অনেকেই। মনে মনে আশা করে থাকেন ঘন
লম্বা চুলের। আবার লম্বা ঘন চুল
পেতে অনেকেই ডাক্তারের শরণাপন্ন হন।
কিন্তু প্রাকৃতিক উপায়ে যতোটা দ্রুত চুল ঘন ও
লম্বা করা সম্ভব অন্য কোনো উপায়েই
তা সম্ভব নয়। তাই আজকে জেনে নিন চুল দ্রুত
ঘন ও
লম্বা করতে সবচাইতে কার্যকরী ঘরোয়া উপায়
এই পদ্ধতিতে বেশ দ্রুত মনের মতো লম্বা ঘন
চুল পেতে পারেন আপনি।
উপকরণ:
- ১২৫ মিলি ক্যাস্টর অয়েল
- ৭ টেবিল চামচ আলমন্ড অয়েল
(কাঠবাদামের তেল)
- ৫ টেবিল চামচ সিসেমি অয়েল (তিলের
তেল)
পদ্ধতি:
- সবকটি তেল
একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন
- এরপর অল্প অল্প করে চুলের গোঁড়ায় ও
পুরো মাথার
ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে নিন।
- তারপর ৩-৫ মিনিট আঙুলের
ডগা দিয়ে পুরো মাথা ম্যাসেজ করে নিন
ভালো করে।
- একটি প্ল্যাস্টিকের পলিথিন বা র্যা প
মাথায় পেঁচিয়ে রাখুন ৫ ঘণ্টা।
চাইলে পুরো রাত রেখে দিতে পারেন।
- এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২/৩ বার
ব্যবহার করুন এই মিক্সড তেল। বেশ দ্রুত চুল
বাড়বে।
Comments
Post a Comment