আওয়ার নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক |
কলম্বিয়ার কেন্দ্রস্থলে ছোট্ট বিমান বিধ্বস্ত
হয়ে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। বুধবার
কারিগরী ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর
কর্ণেল কার্লোস রোসে বলেন,
“পাইলটকে মারিকুয়েতা বিমান
বন্দরে জরুরি অবতরণের কথা বলা হলেও
বিমানটি এতো দূর পৌঁছাতে পারেনি।”
তিনি বলেন, “দূর্ভাগ্যবশত বিমানবন্দর থেকে আট
মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ
আট যাত্রী নিহত হয়। নিহত আট যাত্রীর
মধ্যে পাঁচজনই শিশু।”
তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন।
এছাড়া উদ্ধারকারীরা লাশগুলো উদ্ধার করেছে। –
জিওটিভি।
Comments
Post a Comment