ল্যাম্বরঘিনির ফোনের দাম ৪ লাখ ৬৫ হাজার টাকা

নতুন স্মার্টফোন বাজারে এনেছে ইতালির
বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ল্যাম্বরঘিনি।কোম্পানিটির তৈরি গাড়ির দাম যেমন আকাশছোঁয়া, ঠিক তেমনি এর প্রথম স্মার্টফোনের দামও রাখা হয়েছে আকাশছোঁয়া।
স্টিল ও চামড়ার তৈরি ল্যাম্বরঘিনির এ ফোনের
নাম ৮৮ তাউরি। আর দাম ৬ হাজার ডলার (৪,৬৫,৪৫০
টাকা)। ডিসেম্বরের শেষ নাগাদ
ফোনটি বাজারে পাওয়া যাবে।
মজার ব্যাপার হচ্ছে- এ ফোন
বাজারে ছাড়া হবে মাত্র ১৯৪৭টি। কারণ ১৯৪৭ সালহচ্ছে ল্যাম্বরঘিনির
প্রতিষ্ঠাতা তনিনো ল্যাম্বরঘিনির জন্মসাল।
৫ ইঞ্চির পরিপূর্ণ হাই ডেফিনেশন ডিসপ্লের
ফোনটিতে থাকছে ডুয়াল সিম।
পাওয়া যাবে কালো, সোনালী, নীল, লাল, কমলা ও ধূসর রঙে। এর পিক্সেল ডেনসিটি ১০৮০x১৯২০। র্যাম ৩ জিবি। ২.৩ গিগাহার্টজ কোয়াড-কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর। মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ৮
মেগাপিক্সেল। ব্যাটারি একবার চার্জ দিলে ৩৫
ঘণ্টা কথা বলা যাবে, স্ট্যান্ডবাই সময় এক হাজার
ঘণ্টা।

Comments