ভিডিওতে দেখা যাচ্ছে একজন নাবিক
ভিডিওগেম কন্ট্রোলারের মতো একটি কিট
হাতে লেজার গান নিয়ন্ত্রণ করছেন। আর
রকেটের মতো একটি আকাশযানকে মধ্য
আকাশে তাক করছেন।
কয়েক সেকেন্ড করেই একটি তীব্র আলোর
ঝলকানি আর সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন
হয়ে গেল আকাশযানটি।
টুকরোগুলো সাগরে ছড়িয়ে গেল।
এটি মার্কিন নৌবাহিনীর বহরে সর্বশেষ
সংযোজন লেজার গানবা Laser Weapon
System (LaWS)।
এই মারণাস্ত্র মোতায়েন
করা হয়েছে মার্কিন নৌবহর USS Ponce এ।
আর বহরটি মোতায়েন আছে পারস্য
উপসাগরে। মার্কিন নৌবাহিনীর
গবেষণা সংস্থা থেকে ভিডিওটি প্রকাশ
করা হয়েছে।
Comments
Post a Comment