ঘুরে দাঁড়ানো ম্যান ইউয়ের সামনে পতিত লিভারপুল
মৌসুমের শুরুতে লম্বা সময় ধরে
ব্যর্থতার গণ্ডিতে বন্দি থাকলেও ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রায় দেড় মাস ধরে জয়ের ধারায় আছে লুইস ফন গালের দল। অন্যদিকে, লিভারপুলের
শুরুটা জয় দিয়ে হলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।
ভিন্ন অবস্থায় থাকা ইংল্যান্ডের জনপ্রিয় এই দুই দল রোববার মুখোমুখি
হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হবে
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি।
লিগে ইউনাইটেড সবশেষ ম্যাচ হারে গত ২
নভেম্বর, নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মাঠে। এরপর লিগে পাঁচটি ম্যাচ
জিতেছে তারা। শুরুর বাজে অবস্থা কাটিয়ে উজ্জীবিত হয়ে ওঠা ফন গালের দলের সামনে তাই
থাকছে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় তারকা আনহেল
দি মারিয়াকে পাচ্ছে না ক্লাবটি। পায়ের পেশির চোটে ভুগছেন আর্জেন্টিনার এই
মিডফিল্ডার।
চোটের কারণে দুই ডিফেন্ডার লুক শ ও ক্রিস স্মলিং এবং মিডফিল্ডার
ডালে ব্লিন্ডকেও পাচ্ছেন না কোচ ফন গাল। তবে ম্যাচটি নিজেদের মাঠে বলে ইউনাইটেড
কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে।
অন্যদিকে, লিভারপুলের সময়টা একদমই ভালো
যাচ্ছে না। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ড্র করে তারা। এরপর আবার
গত মঙ্গলবার সুইজারল্যান্ডের দল বাসেলের সঙ্গে ঘরের মাঠেই ১-১ গোলে ড্র করে
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা।
টানা দুই ড্রয়ের হতাশা
পেছনে ফেলে জয়ের ধারায় ফেরার জন্য মরিয়া ব্রেন্ডন রজার্সের দল।
১৫ ম্যাচে ২৮
পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে
আছে গতবারের রানার্সআপ লিভারপুল।
Comments
Post a Comment