বিস্ময়কর সাত শহরের তালিকায় স্থান পেল লা পাজ

বিশ্বের বিস্ময়কর সাত শহরের তালিকায়
এবার স্থান পেল পৃথিবীর অন্যতম উঁচু শহর
বলিভিয়ার লা পাজ।
এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬শ' ৫০
মিটার উঁচু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই
শহরটিকে বিশ্বের অন্যতম বিস্ময়কর শহর
হিসেবে নির্বাচিত করায় ভীষণ
খুশি সেখানকার বাসিন্দারা।তারা আশা এই
ঘোষণা লা-পাজে পর্যটকদের আগমন
বাড়বে বলে মনে করছেন ।
এই তালিকায় জায়গা করে নেয়া অন্যান্য
শহরগুলো হলমালয়েশিয়ার কুয়ালালামপুর,
কিউবার হাভানা,লেবাননের বৈরুত, দক্ষিণ
আফ্রিকার ডারবান, , কাতারের দোহা,
এবং ফিলিপিন্সের ভিগান।
মিউনিখ এন্ড জুরিখ ভিত্তিক সংস্থা নিউ
সেভেন ওয়ান্ডারস সারাবিশ্বের মানুষের
ভোটের ভিত্তিতে এই শহরগুলোকে বিস্ময়কর
বলে দুবাইতে রোববার ঘোষণা করে।

Comments