স্পেনে বন্ধ হয়ে যাচ্ছে গুগল নিউজ

অনলাইন সার্চ ইঞ্জিন গুগল স্পেনে এর নিউজ
সার্ভিস বন্ধ করে দিচ্ছে। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির
মালিকানার অধিকার সম্পর্কিত নতুন একটি আইন
প্রণয়নে স্পেনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গুগল এই
সিদ্ধান্ত নিয়েছে। গুগল জানিয়েছে, স্পেন ওই
আইনটি আগামী জানুয়ারিতে কার্যকরের আগেই ১৬
ডিসেম্বর থেকে স্পেনে গুগল নিউজ সার্ভিস বন্ধ
করে দেওয়া হবে।
বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মালিকানার অধিকার
সম্পর্কিত স্পেনের ওই নতুন আইনে গুগল নিউজ এবং এ
ধরনের অন্যান্য সাইটগুলো স্পেনের পত্র-পত্রিকা ও
প্রকাশনাগুলোর কোনো কন্টেট নিজেদের
সাইটে প্রকাশ করতে চাইলে মূল্য আদায়ের বিধান
রাখা হবে।
কিন্তু গুগল ওই আইনের বিরোধীতা করছে। গুগলের
দাবি গুগল এর নিউজ সার্ভিস থেকে কোনো অর্থ
আয় করে না। গুগল সম্পূর্ণতই বিনামূল্যে এই
সেবা প্রদান করে আসছে। সূতরাং গুগলও এ জন্য
কাউকে কোনো অর্থমূল্য দিতে পারবে না। বুধবার
গুগল নিউজের প্রধান নির্বাহি রিচার্ড গিনগ্রাস
এক ব্লগ পোস্টে এসব তথ্য প্রকাশ করেন।
তিনি স্পেনের এই পদক্ষেপের
সমালোচনা করে বলেন, এই ধরনের আইন টেকসই
হবে না। কারণ প্রকাশকরা গুগল নিউজে তাদের
কন্টেট প্রকাশ করে বরং লাভবান হতো। নিজেদের
কন্টেট গুগল নিউজে প্রকাশের মাধ্যমে তাদের
সাইটে ভিজিটরের সংখ্যা বেড়ে যেতো।
যা থেকে তাদের অতিরিক্ত আয় হতো।

Comments