ফিলিপ
হিউজের
দুর্ঘটনার
স্মৃতি এখনো টাটকা।
এর
মধ্যেই
ঘটলো একই
ধরনের
আরেক
দুর্ঘটনা।
তবে এতে হিউজের পরিণতি বরণ
করতে হয়নি ব্যাটসম্যানকে।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে মাথায় বল
লেগে জ্ঞান হারিয়ে ফেলেছেন ব্যাটসম্যান ওমার
ফিলিপস। কিন্তু প্রাণে বেঁচে গেছেন তিনি।
জ্ঞান হারানোর পরপরই হাসপাতালে নেওয়া হয়
ফিলিপসকে। সিটি স্ক্যান করার পর দেখা যায়
মারাত্মক কিছু হয়নি।
ফিলিপস খেলছিলেন বার্বাডোজ আর উইন্ডওয়ার্ড
আইল্যান্ডের ম্যাচে। তার মাথায়
সরাসরি বোলারের বল লাগেনি।
ননস্ট্রাইকে থাকা ফিলিপসের মাথায় আঘাত
হানে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের শট করা বল।
২৮ বছর বয়সী ওমার ফিলিপস ওয়েস্ট ইন্ডিজ জাতীয়
দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট
খেলেছেন।
Comments
Post a Comment