২৪ ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়া ফিরে এল
স্বমেজাজে৷ অ্যাডিলেড টেস্টের তৃতীয়
দিনে মিচেল জনসনের শট বল বিরাট
কোহলির হেলমেটে লাগতেই
ক্রিজে ছুটে এসেছিলেন অজি ক্রিকেটাররা৷
ভারতের স্টপগ্যাপ অধিনায়ক বিরাট চোট
পাননি তো? এটাই জানতে চেয়েছিলেন
তাঁরা৷
সচারচর ‘জেন্টলম্যানস’ ক্রিকেট
থেকে শতহস্ত দূরে অবস্থান
করে অস্ট্রেলিয়ানরা৷ নির্মম ও চূড়ান্ত
পেশাদার ক্রিকেট খেলার জন্যই
ব্যাগি গ্রীনদের ‘আগলি’ অজি বলা হয়
ক্রিকেটমহলে৷
বিরাটকে সহানুভূতি দেখানোয় অনেকই
অস্ট্রেলিয়ার ক্রিকেট চরিত্র নিয়ে প্রশ্ন
তুলেছিল৷তাহলে কী ফিলিপ হিউজের
মর্মান্তিক মৃত্যুর পরে অস্ট্রেলিয়ার
ক্রিকেটাররা জেন্টলম্যান ক্রিকেট ঘরানায়
নাম লেখালো? কিন্তু না,
অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়াতেই৷ সেই
প্রমাণই পাওয়া গেল শুক্রবার টেস্টের চতুর্থ
দিনে৷
এদিন ৩৪ ওভারে বল করতে আসেন বরুণ অ্যারন৷
ক্রিজে সেট হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নার ও
শেন ওয়াটসনের পার্টনারশিপ ভাঙার জন্যই
বরুণকে নিয়ে আসেন বিরাট৷
সে মুহূর্তে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট
হারিয়ে ১১৬৷ অসাধারণ
একটি ডেলিভারিতে ওয়ার্নারকে বিট করেন
বরুণ৷ কিন্তু ওভারস্টেপ করায় তৃতীয় আম্পায়ার
ওয়ার্নারের ডেলিভারিটি নো-বলের
সিদ্ধান্ত দেন৷ ঠিক সে মুহূর্তেই ওয়ার্নার
অ্যারনের কাছে এগিয়ে গিয়ে ‘কাম-অন’
বলে তাঁকে ভেঙাতে শুরু করেন৷ এরপর ওয়াটসন
ও শিখর ধাওয়ান
নিজেদে মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন৷
এরপর বিরাট এসে পরিস্থিতি সামাল দেন৷
Comments
Post a Comment