নতুন বছরে চমক নিয়ে আসছে আইফোন সেভেন

পুরাতন বছর ভুলে নতুন বছরে নতুন চমক
নিয়ে হাজির হচ্ছে বিশ্বের সেলফোন
নির্মাতা প্রতিষ্ঠানগুলো । আইফোন
সিক্সের রেশ কাটতে না কাটতেই নতুন
বছরে আইফোন সেভেন বাজারে ছাড়ার
কথা জানিয়েছে আইফোন কর্তৃপক্ষ । অন্য সব
আইফোনগুলোর মতো এ আইফোনেও
থাকছে স্ক্রিন এবং ক্যামেরাসহ বেশ কিছু
ফিচারে আকর্ষণীয় সব পরিবর্তন।
আর এরই
স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি এস
সিক্স, গ্যালাক্সি নোট ফাইভ মত চমকপ্রদ
কিছু জিনিস।
সনি বাজারে নিয়ে আসবে সনি এক্সপেডিয়া জেড
ফোর।
এছাড়া, আরও বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান
বাজারে নতুন বছরে তাদের নতুন চমক
নিয়ে আসবে যেমন আসবে মটো এক্স থ্রি,
এলজি জি ফোর এবং এইচটিসি ওয়ান
মোবাইল।

Comments