নিজ বাড়িতে ঢুকতে শাহরুখকে বাধা

বিনোদন ডেস্ক :
নিজের বাড়িতে ঢুকতে যদি বাধার সম্মুখিন হন,
কেমন লাগবে আপনার? ভাবুন তো এ অবস্থার
কথা একবার। বলিউড রাজপুরুষ শাহরুখ
খানের বেলায় এমনটাই ঘটেছে। ভাবুন তো এ
দৃশ্যটার কথা। বাড়িতে ঢুকতে যাচ্ছেন
শাহরুখ। আর তাকে বাধা দিচ্ছে কয়েকজন
সিকিউরিটি গার্ড এবং পুলিশ।
এ দৃশ্য দর্শক নিজের চোখেই দেখবেন। কারণ
মনিষ শর্মা পরিচালিত ফ্যান ছবির
একটি দৃশ্যে এটা দেখা যাবে। এরই
মধ্যে অনলাইনে কয়েকটি ছবিও প্রকাশিত
হয়েছে। ছবিতে শাহরুখকে তার আগের
দিনগুলোর মতো দেখাচ্ছিল। সাধারণভাবে চুল
কাটা এবং খুবই সাদামাটা পোশাক ছিল
পরনে।
তিনি একজন অনুরাগী ভক্তের মতোই এ
সিনেমায় অভিনয় করেন। তিনি এক
সুপারস্টারের সাথে দেখা করতে মরিয়া।
শাহরুখ যখন তার বাংলোর দরজায়
শুটিং করছিলেন, তার ছোট ছেলে আবরামকেও
দেখা যায় তার বাবার শুটিং দেখতে। ছোট
আবরাম অবশ্য এরই
মধ্যে অভিনয়জগতে পা রেখেছে ফারাহ খান
পরিচালিত হ্যাপি নিউ ইয়ার সিনেমার
মাধ্যমে।
উল্লেখ্য, আদিত্য চোপড়া প্রযোজিত ও মনিষ
শর্মা পরিচালিত ফ্যান
সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১৪
আগস্ট।

Comments