রাশিয়ার বিরুদ্ধে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি আমেরিকার

আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়-পেন্টাগন
ইউরোপে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েনের
হুমকি দিয়েছে। রাশিয়া অস্ত্র নিয়ন্ত্রণ
বিষয়ক দু’টি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ
তুলে মস্কোর বিরুদ্ধে এ ধরনের ক্ষেপণাস্ত্র
মোতায়েনের কথা ভাবছে ওয়াশিংটন।
পেন্টাগনের নীতি নির্ধারণী বিষয়ক
প্রিন্সিপাল
ডেপুটি আন্ডারসেক্রেটারি ব্রায়ান
মেককিউন বলেছেন- "অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক
একটি চুক্তি মেনে ভূমি থেকে নিক্ষেপযোগ্য
ক্রুজ ক্ষেপণাস্ত্র আমরা ইউরোপে মোতায়েন
রাখিনি। কারণ ওই চুক্তিতে এ ধরনের অস্ত্র
মোতায়েন নিষিদ্ধ করা হয়েছে।"
এ সময় তিনি রাশিয়ার মোকাবেলায়
ইউরোপে পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র
মোতায়েনের হুমকি দেন। তিনি বলেন-
রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে এর জবাব
দেয়া হবে। মস্কো ও ওয়াশিংটন
পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়া শুরু
করলে রাশিয়ার
নিরাপত্তা কমবে তিনি মন্তব্য করেন।
আমেরিকা অভিযোগ করেছে- রাশিয়া অস্ত্র
নিয়ন্ত্রণ বিষয়ক দু'টি চুক্তি লঙ্ঘন করছে। এ
দু'টি চুক্তি হলো ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ
নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ’
এবং ‘দ্য ট্রিটি অন কনভেনশনাল আর্মড
ফোর্সেস ইন ইউরোপ’। তবে রাশিয়া এ
অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে-
চলতি বছরের
জুলাইয়ে ভূমি থেকে নিক্ষেপযোগ্য যে ক্রুজ
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে,
তাতে আইএনএফ ট্রিটি লঙ্ঘিত হয়নি। রেতে

Comments